সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

সরকারী প্রকল্প গুলোর মনিটরিং ডিজিটাইজড করুন

পাঠক প্রতিক্রিয়া:

মনিটরিং বা চোখে চোখে রাখাটা যে কোন প্রকল্পের জন্য একটি অত্যন্ত জরুরী বিষয়। এই কাজটা প্রতিদিন করা সরকারের পক্ষে অসম্ভব একটা ব্যাপার। ফলে, এইখাতেই দুর্নীতি হয় সবচেয়ে বেশি। কাজ না করেই টাকা তুলে নেওয়া, কাজ অসমাপ্ত রেখে টাকা তুলে নেওয়ার খবর পড়ি আমরা প্রায়শই। এক্ষেত্রে, নেটিজেনদের একটা বড় ভূমিকা হতে পারে মোবাইল দিয়ে তোলা ছবি। সরকারের যেইখানে যেই প্রকল্প চলছে ( রাস্তা- ব্রিজ- কোন স্থাপনা-ভূমি উন্নয়ন- গাছ লাগানো ইত্যাদি) সেই উপজেলা/ জেলা/ বিভাগের একটি করে প্রকল্প ওয়েব সাইট বানিয়ে রাখা। বাংলাদেশের জন্য জেলা ওয়ারী যেই ওয়েব সাইট গুলো আছে, সেইখানে এলাকাভিত্তিক পেইজ গুলোতে বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা আলাদা পেইজ সৃষ্টি করা যেতে পারে। এতে করে, যে কোন নাগরিক প্রকল্পের যে কোন দিনের ছবি তুলে ঐখানে আপলোড করে দিতে পারেন। ফলে, চুরি দারির রাস্তা বন্ধ হবে। আর সরকার বিনা পয়সায় মনিটরিং করতে পারবেন। কোন কাজ আদৌ কতদূর হইলো তা সহজেই জানা যাবে। প্রকল্প শেষ হলে টাকা তোলার শর্ত হিসেবে কাজ শেষ হয়েছে – এমন প্রমাণ দিতে পারবে ঐ ছবি। প্রকল্পের ছবি চেয়ে ওয়েবসাইটে নোটিশ টাঙ্গালে এলাকাবাসী ছবি দেওয়ার কাজটা করতে পারবে। সবাই তো আর টাকা খেয়ে নিজের এলাকার ক্ষতি করবে না, তাই না?

ওয়েব সাইটের জন্য জরুরী কনটেন্ট যোগাড় করে আপলোড করা একটা কঠিন কাজ। এইটা নাগরিকদের করতে দিন। বিনা পয়সায় বাংলাদেশের তরুণরা এইটা করে দিবে। যেমন- পর্যটনের ওয়েব সাইট। বাংলাদেশের পর্যটনযোগ্য এলাকা, বিখ্যাত স্থাপনা ইত্যাদির ছবি ও তথ্য আপলোড করার কাজটা উন্মুক্ত করে দিন। আমি জানি, শত শত উৎসাহী তরুণ দেশের জন্য এই কাজটা সহজেই করে দিবে। একটু ভেবে দেখবেন?

- রাগ ইমন

২০ অক্টোবর, ২০১০

কোন মন্তব্য নেই: