রবিবার, ৭ নভেম্বর, ২০১০

চাই পুকুর সংস্কার

এক পাশ দিয়ে স্কুল কলেজ হেঁটে যাচ্ছে শত শত ছাত্র/ছাত্রী এবং চলছে হাজার হাজার যানবাহন। এক পাশে দাঁড়িয়ে আছে রাজশাহী কলেজের মহিলা ছাত্রী নিবাস আর অন্যপাশে আছে ছোট্ট একটি রেস্টুরেন্ট। এদের মাঝখানে রয়েছে একটি পুকুর। যে পুকুরটি ব্যবহার করা হচ্ছে নিত্যদিন। কেউ ব্যবহার করছে ময়লা পরিষ্কারের জন্য আবার কেউ ব্যবহার করছে ময়লা আবর্জনা ফেলার কাজে। কর্তৃপক্ষ কি বুঝতে পারছেন ঘটনাটি কি ঘটছে? শুধু এটাই নয় শহরের বিভিন্ন স্থানে যে সব পুকুরগুলো রয়েছে তা সাধারণত ব্যবহৃত হয় ডাস্টবিন হিসেবে। লক্ষ্যণীয় যে এই আবর্জনা ফেলা অস্বাস্থ্যকর পুকুরে স্থানীয় লোকজন গোসলসহ কাপড় জীবাণু মুক্ত করার কাজ করে থাকে। কিন্তু তারা বুঝতে পারছে না যে কাপড় জীবাণুমুক্ত করছে না বরং জীবাণুযুক্ত করছে। এই পুকুরগুলো সংস্কার করা হলে এটা মৎস্য সম্পদ বৃদ্ধি এবং রাজশাহী মহানগরীর প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী

কোন মন্তব্য নেই: