রবিবার, ৭ নভেম্বর, ২০১০

জীবনের মূল্য কতটুকু

রাজশাহী মহানগরের অন্যতম ব্যস্ততম সড়ক গৌরহাঙ্গা গ্রেটার রোড। এই সড়কে বর্ণালীর মোড় নামক স্থানে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আলোর জন্য একজন মটর সাইকেল আরোহী মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। সেখানে স্পিড ব্রেকার থাকলে ও ঢাকাগামী একটি বাস অতিদ্রুত ... দিক ছুটে আসে এবং কোন রকম গতি না কমিয়েই মটর সাইকেলটিকে অতিক্রম করে। ট্রাফিক পুলিশ এক রকম নীরব ভূমিকা পালন করেন। স্থানীয়দের মতে এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। ব্যস্ততম সড়কগুলোতে স্পিড-ব্রেকার থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বা সুফল পাওয়া যাচ্ছে না। অধিকাংশ বড় যানবাহনগুলোর ক্ষেত্রে সেসব স্থানে গতি কমানো হয় না। ফলে রাস্তা পারাপারেও অনেক অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হয়। ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পারাপার, ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা এবং চালকদের অসচেতনতা প্রতিনিয়ত এ সকল দুর্ঘটনার জন্ম দেয়। নিরাপদ সড়ক, নিরাপদ জীবন। আর তাই সময় বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া কোন ভাবেই উচিত নয়। একথা মনে রাখতে হবে যে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে প্রশাসনকে একটি বড় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জনমতে সচেতনতা বৃদ্ধি করতে পারলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে।

মো: মোস্তাফিজুর রহমান মুন্না, রাজশাহী

কোন মন্তব্য নেই: