বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

হাসপাতালের শিশু ওয়ার্ডটি বেশি অপরিচ্ছন্ন

পঞ্চগড় সরকারি হাসপাতালের নিচতলায় গিয়ে আমার বেশ ভাল লাগল। নিচতলটি মোটামুটি পরিস্কার মনে হয়েছিল। কিন্তু দোতলায় যাওয়ার পর আমি ব্যতিক্রম অবস্থা লক্ষ করি। কারণ সেখানকার কক্ষগুলো খুবই অপরিস্কার। বেডশিটগুলো ময়লা। তার পরে আমি মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ডে যাই। মহিলা এবং পুরুষ ওয়ার্ডগুলো মোটামুটি পরিস্কার ছিল। সবশেষে আমি শিশু ওর্য়াডে যাই। সেখানকার অবস্থা আমার খুবই খারাপ মনে হয়েছে। কারণ অন্য সব ওয়ার্ডের তুলনায় শিশু ওয়ার্ডটি বেশি অপরিস্কার ছিল। আমি সেখানকার টয়লেটগুলোতে যাই, টয়লেটগুলো ছিল খুব অপরিস্কার। একটি শিশু বারান্দায় বসে মলমূত্র ত্যাগ করছিল। আমার পড়ে হয় শিশুদের ওয়ার্ডটি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাদের কক্ষ, টয়লেট ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

জেসমিন আকতার জলি, পঞ্চগড়

কোন মন্তব্য নেই: