খাল পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মো: রকিবুল ইসলাম অভিযোগ করলেন যে এখানে এক বছরের শিশুর ভালভাবে চিকিৎসা প্রদান করা হয় না। তিনি বলেন যে, চবিবশ ঘণ্টাপর ঐ বিভাগের ডাক্তার একবার আসেন। এমতাবস্থায় তাঁর সন্তানের জরুরী কোন সমস্যা দেখা দিলে কোন ডাক্তার তিনি পান না। এই প্রতিবেদনে তৈরির সময় তিনি আরও বলেন যে গতরাতে অর্থাৎ ১২-১০-১০ তারিখে তাঁর সন্তানকে একটি স্যালাইন শরীরে দেওয়া হয়। স্যালাইন শেষের দিকে, কিন্তু কোন নার্স সময় মত না থাকায় তিনি নিজের হাতেই উক্ত স্যালাইন খুলতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন যে, নার্সরা কর্তব্যপরায়ন নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক, পঞ্চগড়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন