রবিবার, ৭ নভেম্বর, ২০১০

দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও শহরবাসীর ভোগান্তি



(ছবি: ফ্লিকার ব্যবহারকারী ভাইপজ এর সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত)
রাজশাহী সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বিভিন্ন ওয়ার্ড সমূহ পরিবেশ দূষণ, রোগ বালাই ও মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। রাজশাহী মহানগরীতে আয়তনের তুলনায় ড্রেনেজ ব্যবস্থা খুবই অপ্রতুল। শহরের বিভিন্ন ওয়ার্ডে ড্রেনের ব্যবস্থা নেই। ফলে বাসা বাড়ির ব্যবহৃত নোংরা পানি রাস্তায় পড়ে থাকছে। এতে দুর্গন্ধ ছড়ায় এবং রাস্তায় চলাচলে সমস্যা হয়। অপরদিকে যে সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা আছে, যে সব এলাকায় ড্রেন সমূহ যথাযথ পরিস্কার করা হয় না। ফলে ড্রেনের পানি পচে দুর্গন্ধ ছড়ায়। এতে পরিবেশ দূষিত হয়। রাজশাহী শহরের প্রান কেন্দ্র সাহেববাজারের ড্রেন সমূহ সঠিকভাবে পরিস্কার না করার জন্য বর্ষাকালে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাস্তায় পঁচা পানি জমে পথচারীর চলাচলে ভোগান্তি দেখা যায়। সাহেব বাজারের ড্রেন সমূহ আবর্জনায় ভরা এবং ড্রেনের উপর কোন ঢাকনা নেই। ফলে পথচারীরা দুর্ঘটনায় পড়ে। এসব বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

শেখ রাফি আহমেদ, রাজশাহী

কোন মন্তব্য নেই: