বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে পঞ্চগড় উত্তরবঙ্গের একটি জেলা। এই জেলা অন্যান্য জেলার তুলনায় সব দিকে অনুন্নত। বেশি শিল্প কারখানা না থাকায় এখানকার মানুষ অত্যন্ত দারিদ্রের মধ্যে জীবন-যাপন করে। ভালভাবে বেঁচে থাকার জন্য মানুষের পাঁচটি মৌলিক চাহিদা প্রয়োজন। পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় রাতের বেলা একজন রোগীকে বাংলাবান্ধা, আটোয়ারী বা দেবীগঞ্জ থেকে মূর্মুযু অবস্থায় জরুরী বিভাগে গিয়ে কর্তব্যরত ডাক্তারকে দেখতে পায় না। এদিকে মুমূর্যূ রোগীকে রেখে সাথের লোকজন চিকিৎসা কর্মীদের খোঁজা শুরু করেন। এক সময় চিকিৎসা কর্মীদের খুঁজে পাওয়া যায়। তাদেরকে এ বিষয়ে কোন কিছু বলতে গেলে তারা বিভিন্ন অজুহাত দেখান। শুধু তাই নয়, যিনি বর্হিবিভাগে রোগীদের টিকেট প্রদান করেন তাকেও সময়মত পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় বাহিরে অনেক রোগী লাইন ধরে দাড়িয়ে আছেন, অথচ তিনি নাই। আবার টিকেটের দাম ৪.৫০ টাকা হলেও ৫.০০টাকা দেওয়া হলে ৫০ পয়সা ফেরত দেননা। ডাক্তাররা হাসপাতালের রোগীদের বেশি সময় না দিয়ে ক্লিনিকে বেশি সময় ব্যয় করেন। আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ বিষয়টি যেন অত্যন্ত সহানুভূতির সাথে দেখা হয়।
আঁখি, পঞ্চগড়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন