বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

বর্জ্য যখন যমদূত

পঞ্চগড় পৌরসভার বর্জ্য অপসারণ ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা পঞ্চগড় হিমালয়ের কন্যা বলে খ্যাত। সবুজ শ্যামল এ জেলাটি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক লীলাভূমি। পাঁচটি থানার সমন্বয়ে গঠিত এ জেলার আকৃতি নেহাৎ ছোট নয়। জেলা শহরের পৌরসভাটি তাদের কার্যক্রমে বিশেষ কৃতীত্বের দাবীদার। কিন্তু অপ্রিয় হলেও সত্য বর্তমানে এ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খুবই শোচনীয়। জেলা শহরের প্রধান দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮ হাজার ছাত্র/ছাত্রী পড়ালেখা করে। কিন্তু উভয় প্রতিষ্ঠানে যাতায়াতের সড়কগুলোর পাশের ড্রেনের অবস্থা খুবই শোচনীয়। বেশির ভাগ জায়গায় ড্রেনের উপর ঢাকনা না থাকায় প্রায়ই ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার সম্মুখীন হয়। এছাড়া ড্রেনের বর্জ্য প্রায়ই রাস্তার উপর দীর্ঘদিন তুলে রাখা হয়। এর ফলে পরিবেশ যেমন দূষিত হয়ে গ্রাম বাসীর জনজীবন বিপর্যস্ত করে তোলে, ঠিক তেমনি ছাত্র-ছাত্রীদের রাস্তায় চলাচলে ভীষণ দূর্ভোগ পোহাতে হয়। স্থানীয় ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায় বর্জে উৎকট গন্ধ যেন যমদূত সদৃশ। এ গন্ধ নাকে ঢুকলে যেন পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসতে চায়। কলেজ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলে জানা যায় বার বার তাগিদ দেওয়ার পরও পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টিতে নির্বিকার। হবে হবে, হচ্ছে করে বিষয়গুলো বছরের পর বছর ধরে সমাধান হয়নি। জনস্বার্থ রক্ষার্থে বিষয়টি বিবেচনায় এনে এর আশু প্রতিকার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

মো: বায়েজীদ বোস্তামী, পঞ্চগড়

কোন মন্তব্য নেই: