রবিবার, ৭ নভেম্বর, ২০১০

আবর্জনা পরিস্কারে চাই আর একটু সচেতনতা


(ছবি: ফ্লিকার ব্যবহারকারী ভাইপজ এর সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত)

মহানগরের আবর্জনা পরিস্কারে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতি দিনের আবর্জনা দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রতিদিন দুপরের পর এলাকায়/মহল্লায় গিয়ে বাঁশি বাঁজিয়ে বাড়ী থেকে ময়লা নিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখেন, যা প্রতিদিন রাতের বেলায় সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। ফায়ার সার্ভিস মোড় একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় প্রতিনিয়ত অনেক মানুষের যাতায়াত। ফায়ার সার্ভিস মোড়টি চারটি রাস্তার সংযোগস্থল। ফায়ার সার্ভিস মোড়ের আশে পাশের এলাকার আবর্জনা পরিস্কারকগণ যে আবর্জনাগুলো বাড়ী বাড়ী থেকে নিয়ে আসছেন সেগুলো নিয়ে এসে মোড়ের উত্তর দিকটার রাস্তার ওপরে ফেলে রাখছেন। এ আবর্জনাগুলো প্রতিদিন দুপুরের পর থেকে রাত্রী ৮ টা পর্যন্ত এখানে থাকছে। এই আবর্জনাগুলো পরিস্কার করা হচ্ছে কিন্তু এই রকম জনগুরুত্বপূর্ণ রাস্তার ওপর না রেখে পরিবেশ দুষণ না করে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা উচিত নয় কি?

রায়হান, রাজশাহী

কোন মন্তব্য নেই: