মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

পঞ্চগড়ে বহুমূখী পাট শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্ধোধন

বহুমূখী পাট শিল্প উদ্যোক্তাদের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল সোমবার (১৭ জানুয়ারি) থেকে পঞ্চগড়ে শুরু হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অধীনস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর সহযোগিতায় দারিদ্র কল্যাণ সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে।


পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন। পঞ্চগড় শহরের ইসলামবাগে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মো.শাহজালাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের রংপুর কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাজিদুর রহমান ভুইঁয়া ও সাংবাদিক শহীদুল ইসলাম (শহীদ) বক্তব্য দেন।

প্রশিক্ষণে ২০ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছে। এতে পাট থেকে রকমারী পণ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) প্রশিক্ষক মো. শামীম আহমেদ প্রশিক্ষণ পরিচালনা করছেন। দৈনন্দিন ব্যবহারোপযোগী সামগ্রী, হোম টেক্সটাইলস,ফার্নিশিং দ্রব্যাদি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। জানা যায় প্রশিক্ষণ শেষে দারিদ্র কল্যাণ সংস্থার নিজস্ব ক্ষুদ্র পাটকলে পাট জাত পন্য উৎপাদন কাজ করবে এসকল প্রশিক্ষনার্থী। স্থানীয় বাজারে উৎপাদিত পাট পন্য সামগ্রী বাজার জাত করা হবে।

কোন মন্তব্য নেই: