বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

একটু সচেতনতা দিতে পারে নিশ্চয়তা। আসুন না একটু সচেতন হই

পঞ্চগড় জেলায় রাজনগর একটি ছোট এলাকা। এ এলাকা পৌরসভার অভ্যন্তরে অবস্থিত। পৌরসভার সকল সুবিধা ভোগ করা সত্ত্বেও এখানকার মানুষ একটু কম সচেতন। এই এলাকায় কিছু কিছু বাড়ির সামনে অনেক ময়লা আর্বজনা পড়ে থাকে। ডাস্টবিন থাকা সত্ত্বেও এলাকার মানুষ দূরে ডাস্টবিনে না গিয়ে বাড়ির বাহিরে ময়লা আবর্জনা ফেলে। রাস্তায় এসব ময়লা আর্বজনা পশু পাখি দ্বারা সমস্ত রাস্তায় ছড়িয়ে পড়ে। যার ফলে রাস্তা নোংরা হয় এবং জনসাধারণের চলাচলের অসুবিধা হয়। এসব বর্জ্য পদার্থ হতে দুগর্ন্ধ ছড়ায় যা পরিবেশ ও বায়ু দূষণ করে ।

অপরদিকে এলাকার ভিতরে হোটেলের রান্নার জন্য একটি খোলা মাঠের পাশে কয়েকটি কাঁচা ঘর দেয়া হয়েছে, যেখানে রান্নার কাজ করা হয় এবং মাঠের মধ্যে একটি গর্ত করে তাতে সকল প্রকার রান্নার পরিত্যাক্ত জিনিস ও ময়লাযুক্ত পানি ফেলা হয়। এছাড়াও আশেপাশে সব বাড়ির ময়লা আর্বজনা সেখানে জমা করা হয়। এ কারনে সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে পাশাপাশি মাঠের মধ্যে যেসব ছেলেরা খেলা করে তাদের জন্য এসব বেশ অসুবিধাজনক ও ক্ষতিকর। কিন্তু তাদের এই দূষণযুক্ত পরিবেশই খেলতে হয়। এটি সমাজের একটি বিশাল সমস্যা, অথচ আমরা যদি একটু সচেতন হই তবে এ সমস্যার সমাধান করা সম্ভব। আসুন আমরা নিজেরা একটু সচেতন হই এবং অপরকে সচেতন করি । তবেই আমরা সুস্থ সুন্দর পরিবেশ গড়তে পারবো ।
তুম্পা (স্বেচ্ছাসেবক)পঞ্চগড় থেকে।

কোন মন্তব্য নেই: