বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

আর কতদিন চলবে এ দূরাবস্থা

পঞ্চগড় জেলা শহর থেকে ১১কি.মি. দূরে অবস্থিত ৭৬ নং গলেহা কান্তমনী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ স্কুলে শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রসর ছিলো এবং শিক্ষামূলক বিভিন্ন কাজে অংশগ্রহণও ছিল বেশ স্বতঃস্ফূত। এ স্কুলে বৃত্তি ও পেত অনেক ছাত্রছাত্রী। কিন্তু বতর্মান পরিস্থিতিতে এ স্কুলে শিক্ষার হার অনেক কম। সব থেকে আশ্চর্যজনক বিষয় এই যে,৫ম শ্রেণীতে পড়া এমন কতগুলো ছাত্রছাত্রী নিজের নামটাও ঠিকমত লিখতে পারে না ।

অপরদিকে যে মাঠ শিক্ষার্থীদের পদচারণায় ভরে থাকার কথা সে মাঠে এখন স্থানীয় এলাকাবাসীরা অবলীলায় গরু বাধে, কেউবা মাঠের সবুজ ঘাসে নিড়ানি দিয়ে ধান শুকায়, নেই কোন পরিস্কার পরিচ্ছন্নতা ।বিনোদনের সঠিক চর্চা না থাকার এবং দক্ষ শিক্ষকদের অভাবে দিন দিন কমে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ। এভাবে এ স্কুল চলতে থাকলে এ স্কুলের শিক্ষার হার ক্রমশই কমে যাবে শূন্যের কোটায়, সে দিন আর দূরে নয় যদি এখনই হাল না ধরা হয়। তাই আর বসে থাকা নয় স্কুল কমিটির এ ব্যপারে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন ।

কোন মন্তব্য নেই: